SSC MTS Reasoning Mock Test in Bengali | এসএসসি এমটিএস রিজনিং মক টেস্ট বাংলা

কয়েক মাস আগেই SSC – এর তরফ থেকে SSC MTS পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। যে সকল পরীক্ষার্থীরা এসএসসি এমটিএস পদের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই ভালো খবর। এই সময় পরীক্ষার্থীদের নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর mock test দেওয়াটা এবং অনুশীলন করা ভীষণ ভাবে জরুরি।

পরীক্ষার প্রস্তুতির জন্য তাদের উচিৎ নিয়মিত প্র্যাকটিস করা। কারন বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি এসএসসি এমটিএস পরিক্ষার প্রশ্নের ধরন আস্তে আস্তে পাল্টাচ্ছে, প্রশ্ন পত্রের মান আগের থেকে অনেক টাই বদলেছে। সুতরাং নিয়মিত প্র্যাকটিস এর বিকল্প কিছুই নেই। এইসব কথা মাথায় রেখে gk job spot – এর পক্ষ থেকে SSC MTS reasoning mock test in bengali তে প্রকাশ করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই মক টেস্টে মোট 10 টি প্রশ্ন আছে যার জন্য তোমরা সময় পাবে 10 মিনিট, এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 1 নম্বর করে। অতএব আর বেশি দেরি না করে এখনি এই SSC MTS reasoning mock test টি দেওয়া শুরু করে দাও। আশা করি এই সকল প্রশ্ন গুলো তোমাদের আসন্ন পরীক্ষাতে খুব কাজে লাগবে। আর তোমরা সহজেই সব প্রশ্নের উত্তর করতে পারবে। পরীক্ষার জন্য শুভকামনা রইলো।

0%

SSC MTS Reasoning mock Test in Bengali

1 / 10

1. অভিধান অনুযায়ী সাজালে প্রদত্ত শব্দগুলোর সঠিক ক্রম কি হবে নির্ণয় করো:

[1] Counter [2] Courier [3] Courage [4] Counsel [5] Country

2 / 10

2. বিবৃতি:
সব বিড়াল হয় ইঁদুর
সব ইঁদুর হয় কুকুর
কোনো কোনো কুকুর হয় প্রাণী

সিদ্ধান্ত:
i) কোনো কোনো বিড়াল হয় কুকুর
ii) সব কুকুর হয় ইঁদুর
iii) সব প্রাণী হয় কুকুর

3 / 10

3. নিচের সিরিজে অনুপস্থিত সংখ্যাটি কি হবে ?
9,15,33,87 ? 735,2193

4 / 10

4. ADIP: DGLS :: BEJQ: ?

5 / 10

5. একজন ব্যক্তি পূর্বে 5 কিমি, তারপর উত্তরে 3 কিমি, তারপর পশ্চিমে 5 কিমি হাঁটল। এখন সে কোথায় আছে ?

6 / 10

6. 13 ই জুন, 1965 কোন বার ছিল ?

7 / 10

7. A, C, F, J, O সিরিজের পরবর্তী সংখ্যা কী ?

8 / 10

8. প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড়টি খুঁজে বের করুন।

9 / 10

9. বিবৃতি:
সব বিড়াল প্রাণী।
কিছু প্রাণী কুকুর।

উপসংহার:
(i) কিছু কুকুর বিড়াল।
(ii) কিছু প্রাণী বিড়াল।

10 / 10

10. “M”–এর জলের প্রতিবিম্ব কেমন হবে ?

Your score is

The average score is 33%

0%

Read More:

SSC GD Gk Mock Test in Bengali | এসএসসি জিডি জিকে মক টেস্ট বাংলা

SSC MTS GK Questions in Bengali | এসএসসি এমটিএস জিকে প্রশ্ন

SSC GD Reasoning Mock Test in Bengali 2025 | এস এস সি জিডি রিজনিং মক টেস্ট বাংলা ২০২৫

Leave a Comment