SSC MTS GK Questions in Bengali | এসএসসি এমটিএস জিকে প্রশ্ন

কিছু মাস আগেই SSC-র ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। এই প্রকাশিত ক্যালেন্ডারে আসন্ন ssc mts exam – র নোটিফিকেশন প্রকাশ হবার তারিখ দেওয়া আছে । অতএব যে সকল পরীক্ষার্থীরা এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এটা খুবই জরুরি একটি বিজ্ঞপ্তি। পরীক্ষায় ভালো ফল পেতে হলে প্রস্তুতিটা এখন থেকে নেওয়াটা খুব জরুরি।

তাই সেই সকল পরীক্ষার্থীদের জন্য gk job spot এর পক্ষ থেকে SSC MTS GK Questions in Bengali তে প্রকাশিত করা হয়েছে । এই সমস্ত জিকে প্রশ্ন গুলো তোমাদের SSC mts exam – র জন্য ভীষণ ভাবে জরুরি। এগুলির নিয়মিত অনুশীলনের মাধ্যমে তোমরা সহজেই সব প্রশ্নের উত্তর করতে পারবে।

অতএব আর বেশি দেরি না করে তাড়াতাড়ি পরীক্ষার প্রস্তুতি পর্ব শুরু করো, এবং তার সাথে সাথে এই gk প্রশ্ন গুলিও নিয়মিত চর্চা করো। এটি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SSC MTS GK Questions in Bengali

1. “যোগাযোগ” উপন্যাসের রচয়িতা কে ?

A. অরবিন্দ ঘোষ B. কাজী নজরুল ইসলাম C. রবীন্দ্র নাথ ঠাকুর D. শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

2. মহাত্মা গান্ধীকে “মিকি মাউস” বলে ডাকতেন ?

A. প্রীতিলতা ওয়াদ্দেদার B. সুভাষ চন্দ্র বসু C. মাদার তেরেসা D. সরোজিনী নাইডু

3. কত সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয়েছিল ?

A. 1853 B. 1890 C. 1870 D. 1880

4. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

A. উমেশ চন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় B. বিপিন চন্দ্র পাল C. সুরেন্দ্র নাথ ব্যানার্জি D. অরবিন্দ ঘোষ

5. তাপ্তি ও নর্মদা নদী নিচের কোনটিতে পড়ে ?

A. প্রশান্ত মহাসাগর B. আরব সাগর C. ভারত মহাসাগর D. বঙ্গোপসাগর

6. ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে ?

A. গুজরাট B. অন্ধ্রপ্রদেশ C. পশ্চিমবঙ্গ D. মহারাষ্ট্র

7. নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয় ?

A. আমেরিকা B. ফ্রান্স C. সুইডেন D. জার্মানি

8. পারসেক কীসের একক ?

A. অতীন্দ্রিয় শক্তি B. দূরত্ব C. ঔজ্জ্বল্য D. সময়

9. কোন মুঘল সম্রাট তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন ?

A. জাহাঙ্গীর B. মোহম্মদ শাহ C. ঔরঙ্গজেব D. কোনটিই নয়

10. কোনটি সবচেয়ে ভারী তেজস্ক্রিয় মৌল ?

A. নেপচুন B. ইউরেনিয়াম C.আর্গন D. কোনটিই নয়

11. অমরাবতী স্তুপ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত ?

A. অন্ধ্রপ্রদেশ B. ওড়িশা C. মধ্যপ্রদেশ D. তামিলনাড়ু

12. ভিনেগারের রাসায়নিক নাম কী ?

A. হাইড্রোক্লোরিক অ্যাসিড B. অ্যাসিটিক অ্যাসিড C. ম্যালিক অ্যাসিড D. সাইট্রিক অ্যাসিড

13. অ্যাসিড বৃষ্টির PH মান কত ?

A. 5.6 এর কম B. 7.0 এর সমান C. 5.6 এর বেশি D. 7.0 এর বেশি

14. হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন ?

A. দয়ারাম সাহানি B. কোনটিই নয় C. এ ও হিউম D. আর ডি ব্যানার্জি

15. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?

A. নারকনডাম দ্বীপ B. বারাটাং দ্বীপ C. ব্যারেন দ্বীপ D. কোনটিই নয়

16. ভারতের মোট প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত ?

A. 10 B. 4 C. 12 D. 9

17. ‘মেঘদূত’ বিখ্যাত গ্রন্থের রচয়িতা কে ?

A. বাৎস্যায়ন B. কালিদাস C. শূদ্রক D. ভাস

18. ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল ?

A. 1946 B. 1940 C. 1943 D. 1941

19. লোকসভার সভাপতিত্ব করেন ?

A প্রাইম মিনিস্টার B. স্পিকার C. প্রেসিডেন্ট D. ভাইস প্রেসিডেন্ট

20. নীচের কোন পাহাড়টি আসামে অবস্থিত ?

A. আরাবল্লী পাহাড় B. শেভারয় পাহাড় C. কাৰ্বি আংলং পাহাড় D. জাভাদি পাহাড়

SSC MTS GK Questions in Bengali Answers:

1. C2. D3. A4. A
5. B6. A7. C8. B
9. A10. B11. A12. B
13. A14. A15. C16. D
17. B18. A19. B20. C

Read more:

RRB Group D Reasoning Mock Test in Bengali | আর আর বি গ্রুপ ডি রিজনিং মক টেস্ট বাংলা

SSC GD Reasoning Mock Test in Bengali 2025 | এস এস সি জিডি রিজনিং মক টেস্ট বাংলা ২০২৫

SSC GD Gk Questions in Bengali | এস এস সি জিডি জিকে প্রশ্ন

Leave a Comment