SSC GD Reasoning Mock Test in Bengali 2025 | এস এস সি জিডি রিজনিং মক টেস্ট বাংলা ২০২৫

যে সকল সরকারি চাকরি পরীক্ষার্থীরা ssc gd র জন্য প্রস্তুতি নিচ্ছ , তাদের জন্য এই বছরের শেষের দিকেই ssc gd 2025 এর নতুন ভ্যাক্যান্সি আসতে চলেছে। প্রত্যেক পরীক্ষার্থীদের উচিত এখন থেকে প্রস্তুতিটা আরো জোরালো করা এবং নিয়মিত প্র্যাকটিস করা।

এই পোস্টে আমরা Reasoning questions গুলো নিয়ে আলোচনা করেছি, কারণ রিজনিং প্রশ্নগুলো এখনকার যেকোনো সরকারি চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই gk job spot এর পক্ষ থেকে আমরা সকল এসএসসি জিডি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে ssc gd reasoning mock test in bengali 2025 তে প্রকাশ করেছি। এর ফলে পরীক্ষার্থীরা খুব সহজেই ssc gd mocktest in bengali দিতে পারবে। অতএব বেশি সময় নষ্ট না করে আজ থেকেই মক টেস্টটি দেওয়া শুরুর করে দাও।

SSC GD Reasoning Mock Test in Bengali 2025

আজকের এই ssc gd reasoning mock test in bengali 2025 – এ মোট 20 টি প্রশ্ন আছে। প্রত্যেকটি সঠিক প্রশ্নর জন্য তোমরা 1 নম্বর করে পাবে, এবং সময় থাকবে প্রতিটি প্রশ্নর জন্য 30 সেকেন্ড।

0%

SSC GD Reasoning Mock Test in Bengali 2025

1 / 20

1. প্রশ্নে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো ?

2 / 20

2. 2, 6, 12, 20, _ ?

3 / 20

3. যদি কোন সাংকেতিক ভাষায় BOOK = 2151511 হয় তবে PEN = ?

4 / 20

4. 4 : 16, 9 : ?

5 / 20

5. 2, 5, 10, 17, ?

6 / 20

6. একজন ব্যক্তি 25 কিলোমিটার উত্তর দিকে হাঁটলেন, তারপর 38 কিলোমিটার পূর্ব দিকে। এরপর তিনি 25 কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটলেন। তিনি কোথায় আছেন ?

7 / 20

7. বিড়াল : বাচ্চা :: কুকুর : ?

8 / 20

8. SCD, TEF, UGH, ____, WKL

9 / 20

9. ৩:১৫-এ ঘণ্টা ও মিনিটের হাতের মধ্যে কোন কোণ থাকবে ?

10 / 20

10. স্বর্ণ : মেটাল :: গ্লাস : ?

11 / 20

11. একজন ব্যক্তিকে দেখিয়ে রাম বলল, ‘‘তিনি আমার ঠাকুরদার একমাত্র ছেলের বোনের ছেলে। ” তবে ব্যক্তিটি রামের কে হবে ?

12 / 20

12. ab_a _dab_a _d ?

13 / 20

13. নীচের কোনটি আলাদা ?

14 / 20

14. যদি × মানে ÷, –মানে +, P÷q মানে p–q হয় তবে, 12–4÷6×2 এর মান কত ?

15 / 20

15. পূজা অনিমা চেয়ে ছোট কিন্তু জবার থেকে বড়। জবা কল্পনা থেকে বড়। পায়েল জবার থেকে বড় কিন্তু পূজার থেকে ছোট। কে সর্ব কণিষ্ঠ ?

16 / 20

16. A,B এর মাতা, B,C এর কন্যা। C,D পিতা। A,D— এর কে হন ?

17 / 20

17. কোন সংখ্যা দুটি এরপর আসবে 8,13,18,23,28,33,38,43, , ?

18 / 20

18. A,F,K,P, ?,Z প্রশ্নবোধক চিহ্নে কোনটি বসবে ?

19 / 20

19. যদি 3+9 = 3 হয়, 7+7 = 5 হয়। তাহলে 7+9 = কত ?

20 / 20

20. ৬:১৫ - এ ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ?

Your score is

The average score is 53%

0%

Read More:

Railway Group D Gk Mock Test in Bengali I রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট

Reasoning Questions in Bengali for Railway Group D Exam I রেলওয়ে গ্রুপ ডি রিজনিং প্রশ্ন

Leave a Comment