RRB Group D Reasoning Mock Test in Bengali

কয়েক মাস আগেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে rrb group d exam 2025 এর নোটিফিকেশন জারি করা হয়েছে । আসন্ন rrb grou d পরীক্ষাতে যে সকল পরীক্ষার্থীরা ফ্রম ফিল আপ করেছো, তাদের প্রস্তুতিটা এখন থেকেই নেওয়াটা ভীষণ ভাবে জরুরি।

পরীক্ষার্থীরা যাতে আরও ভালোভাবে নিজেদের প্রস্তুতি নিতে পারে, সেই সকল পরিক্ষার্থীদের কথা মাথায় রেখে gk job spot এর পক্ষ থেকে rrb group D reasoning mock test in bengali তে প্রকাশিত করা হয়েছে।

এই Reasoning mock test এ মোট 20টি প্রশ্ন আছে, যার জন্য তোমাদের 10 মিনিট সময় দেওয়া হবে। অতএব ‍‍বেশি দেরি না করে এখনই এই rrb group d reasoning mock test – টা দেওয়া শুরু করে দাও।

RRB Group D Reasoning Mock Test in Bengali

0%

RRB Group D Reasoning Mock Test in Bengali

1 / 20

1. অন্যদের থেকে আলাদা কোন শব্দটি বেছে নিন।

2 / 20

2. বিবৃতি: কিছু অভিনেতা গায়ক।
সকল গায়কই নৃত্যশিল্পী।

উপসংহার:

কিছু অভিনেতা নৃত্যশিল্পী।

কোনও গায়ক অভিনেতা নন।

3 / 20

3. বিবৃতি: সব ব্যাগই কেক। সব ল্যাম্পই কেক।

উপসংহার:

I. কিছু বাতি ব্যাগ।

II. কোনও বাতি ব্যাগ নয়।

4 / 20

4. NATION : ANTINO :: HUNGRY : ?

5 / 20

5. প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে কোনটি বসবে ?

missing number reasoning question

6 / 20

6.

mirror image reasoning questions

7 / 20

7.

mirror image reasoning question

8 / 20

8. বিন্দুযুক্ত রেখায় স্বচ্ছ শীটটি ভাঁজ করলে প্যাটার্নটি কেমন দেখাবে তার চারটি বিকল্পের মধ্যে থেকে খুঁজে বের করুন।

paper folding reasoning question

9 / 20

9. A, P, R, X, S এবং Z এক সারিতে বসে আছে। S এবং Z কেন্দ্রে। A এবং P প্রান্তে। R A এর বাম দিকে বসে আছে। P এর ডানদিকে কে ?

10 / 20

10. এখানে একটি ঘনকের ৪টি অবস্থান দেখানো হয়েছে। '+' এর বিপরীতে কোন চিহ্নটি থাকবে ?

cube reasoning question

11 / 20

11. Y, X এর পূর্বে অবস্থিত যা Z এর উত্তরে অবস্থিত। যদি P, Z এর দক্ষিণে থাকে, তাহলে P, Y এর কোন দিকে অবস্থিত ?

12 / 20

12. 125,80,45,20, ?

13 / 20

13. যদি A, B এর ভাই হয়, B, C এর বোন হয়; এবং C, D এর পিতা হয়, তাহলে D, A এর সাথে কীভাবে সম্পর্কিত ?

14 / 20

14. যদি A + B মানে A হল B এর মা; A - B মানে A হল ভাই B; A % B মানে A হল B এর পিতা এবং A x B মানে A হল B এর বোন, তাহলে নিচের কোনটি দেখায় যে P হল Q এর মামা ?

15 / 20

15. রাহুল রোহিতের চেয়ে বড়।

দিলীপ তানিয়ার চেয়ে বড়।

রোহিত দিলীপের চেয়ে বড়।

যদি প্রথম দুটি বিবৃতি সত্য হয়, তাহলে তৃতীয় বিবৃতিটি হল ?

16 / 20

16. 53, 53, 40, 40, 27, 27, ?

17 / 20

17. QPO, NML, KJI, _____, EDC ?

18 / 20

18. একটি ঘনকের অবস্থান নিচে দেখানো হল, 'A' অক্ষরের বিপরীত দিকে কোন অক্ষরটি থাকবে ?

cube reasoning

19 / 20

19. B2CD, _____, BCD4, B5CD, BC6D

20 / 20

20. 7, 10, 8, 11, 9, 12, ?

Your score is

The average score is 30%

0%

Read more:

Railway Group D Gk Mock Test in Bengali I রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট

Reasoning Questions in Bengali for Railway Group D Exam I রেলওয়ে গ্রুপ ডি রিজনিং প্রশ্ন

Railway Group D GK Question in Bengali | রেলওয়ে গ্ৰুপ- ডি জিকে প্রশ্ন

Leave a Comment