সম্প্রতি railway group d exam 2025 এর বিজ্ঞপ্তি জারি হয়েছে রেলওয়ের পক্ষথেকে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে তোমাদের 90 মিনিটে 120 টি কোশ্চেন করতে হবে। তার মধ্যে 25 নম্বর থাকবে reasoning-এ অতএব, রিজনিং-এ তোমাদের ভালো score করাটা ভীষণ ভাবে জরুরি। তাই তোমাদের জন্য gkjobspot এর পক্ষেথেকে reasoning questions in bengali for railway group d exam টি প্রকাশিত করা হলো।
আশা করছি এই সকল reasoning questions in bengali গুলো তোমাদের আসন্ন পরীক্ষায় ভীষণ ভাবে কাজে লাগবে। তাই আর বেশি দেরি না করে সম্পূর্ণ বাংলা ভাষাতে এই reasoning questions গুলোকে করা শুরু করে দাও এখনই।
Reasoning Questions in Bengali for Railway Group D Exam
1. যদি 6, 11, 21, 36, 56, ? এর পরবর্তী সংখ্যা কী হবে ?
A. 72 B. 78 C. 66 D. 81
2. 4, 9, 16, 25, ? সিরিজের পরবর্তী সংখ্যা কী ?
A. 36 B. 42 C. 41 D. 39
3. যদি 3, 9, 27, 81, ? সিরিজটি অনুসরণ করা হয়, তবে পরবর্তী সংখ্যা কী হবে ?
A. 243 B. 152 C. 312 D. 432
4. যদি X + Y = 18 এবং X – Y = 6, তবে X এর মান কত হবে ?
A. 10 B. 12 C. 9 D. 14
5. যদি A = 1, B = 2, C = 3, …, Z = 26, তাহলে WORD এর মান কত ?
A. 60 B. 74 C. 82 D. 89
6. চারটি বিকল্প থেকে একটি উপযুক্ত চিত্র নির্বাচন করুন যা চিত্রটি কে সম্পূর্ণ করবে ?

A. 1 B. 2 C. 3 D. 4
7. যদি “CAT” কে “DBU” হিসেবে কোড করা হয়, তাহলে “DOG” এর কোড কী হবে ?
A. EPH B. EQI C. DQJ D. ERK
8. নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অন্যগুলির থেকে আলাদা ?
A. সুন্দর B. দয়ালু C. নিষ্ঠুর D. সৎ
9. নিচের কোনটি একটি কিউব সংখ্যা ?
A. 64 B. 72 C. 50 D. 81
10. প্রদত্ত চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে ?

A. 8 B. 10 C. 12 D. 14
11. যদি 2021 সালের 21শে মার্চ রবিবার হয়, তাহলে 2022 সালের 12ই জানুয়ারী কোন দিন হবে ?
A. বুধবার B. সোমবার C. রবিবার D. শুক্রবার
12. নিচের অনুপস্থিত সংখ্যাটি কী হবে ?

A. 4 B. 6 C. 22 D. 12
13. A,B,C,D এবং F একটি গোল টেবিলে বসে আছে । A, E এবং F এর মধ্যে বসে আছে । E, D এর বিপরীতে এবং C, E এর পাশে নেই, তাহলে B এর বিপরীতে কে আছে ?
A. C B. D C. F D. কোনটি নয়
14. a_c_ba_ca_cb উপযুক্ত অক্ষর দিয়ে শূন্যস্থান পূরণ করো ?
A. bcaa B. bcba C. abcc D. acba
15. ভুল সংখ্যাটি নির্নয় করো : 888,454,222,111,55.5,27.75
A. 27.75 B. 454 C. 111 D. 222
16. INCARCERATION শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না ?
A. RELATION B. TERRAIN C. INACTION D. CREATION
17. একজন ভদ্রমহিলাকে দেখিয়ে নিতা বলল,” সে আমার মায়ের ছেলের বাবার বোন।” তবে ভদ্রমহিলা নিতা র সাথে কীভাবে সম্পর্কিত ?
A. ভাইজি B. বোন C. পিসি D. কন্যা
18. ওটোয়া: কানাডা::ক্যানবেরা: ?
A. আর্জেন্টিনা B. সুইজারল্যান্ড C. শ্রীলংকা D. অস্ট্রেলিয়া
19. প্রদত্ত সিরিজে কোনটি অনুপযুক্ত : 196, 169, 144, 121, 100, 80, 64 ?
A. 144 B. 169 C. 100 D. 80
20. b_ab_ b_aab_b উপযুক্ত অক্ষর দিয়ে শূন্যস্থান পূরণ করো ?
A. aaba B. Abbb C. bcbb D. abba
21. ঘড়িতে 9:30 সময় হলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত কোণ হবে ?
A. 105° B. 75° C. 80° D. 90°
22. সঠিক ক্রম টি লেখ : (1) নিয়োগপত্র (2) যোগদান (3) আবেদন (4) ইন্টারভিউ (5) বিজ্ঞাপন ?
A. 5,3,1,4,2 B. 3,1,5,4,2 C. 5,3,4,1,2 D. 3,5,4,1,2
23. শ্রেণীকক্ষে অজয়ের স্থান প্রথম থেকে 20 তম এবং শেষ থেকে 10 তম, শ্রেণীটি তে মোট কতজন ছাত্রছাত্রী আছে ?
A. 30 B. 29 C. 31 D. 28
24. রাম বাড়ি থেকে বের হয়ে সাইকেলে করে 10 কিমি উত্তর দিকে গেল, তারপর বামদিকে ঘুরে 8 কিমি গেল এবং তারপর দক্ষিণ দিকে আরো 10 কিমি গেল, সবশেষে সে বাড়ির দিকে সরাসরি চলতে শুরু করলো, এখন সে কোন দিকে সাইকেল চালাচ্ছে ?
A. দক্ষিণ B. দক্ষিণ-পূর্ব C. পূর্ব D. উত্তর-পূর্ব
25. A,B,C,D এবং F একটি গোল টেবিলে বসে আছে । A, E এবং F এর মধ্যে বসে আছে । E, D এর বিপরীতে এবং C, E এর পাশে নেই, তাহলে B এর বিপরীতে কে আছে ?
A. C B. D C. F D. কোনটি নয়
26. সঠিক উত্তর কোনটি ?

A. 1 B. 2 C. 3 D. 4
27. সঠিক উত্তর কোনটি ?
বিবৃতি: কিছু বিড়াল ইঁদুর। সব বাদুড়ই টেবিল। সব ইঁদুরই বাদুড়।
উপসংহার:
I. কিছু বিড়াল বাদুড় II. সকল বাদুড়ই ইঁদুর
III. সব টেবিলই বিড়াল ।IV. সব বাদুড়ই বিড়াল
A. শুধুমাত্র I এবং II অনুসরণ করে B. শুধুমাত্র II অনুসরণ করে C. শুধুমাত্র I এবং IV অনুসরণ করে D. এর কোনটিই নয় T
28. যদি আজ সোমবার হয়। 61 দিন পরে, কোন দিন হবে ?
A. বুধবার B. শনিবার C. মঙ্গলবার D. বৃহস্পতিবার
29. প্যাটার্নটি সম্পূর্ণ করে এমন চিত্রটি চিহ্নিত করো ?

A. 1 B. 2 C. 3 D. 4
30. 5 বিন্দু সম্বলিত মুখের বিপরীতে কয়টি বিন্দু প্রদর্শিত হবে?

A. 5 B. 6 C. 3 D. 4
Reasoning Questions Answers in Bengali for Railway Group D Exam
1. D | 2. A | 3. A | 4. B | 5. A |
6. D | 7. A | 8. A | 9. A | 10. C |
11. A | 12. A | 13. C | 14. B | 15. B |
16. A | 17. C | 18. D | 19. D | 20. A |
21. A | 22. C | 23. B | 24. C | 25. C |
26. D | 27. D | 28. B | 29. D | 30. D |
Read More:
Railway Group D GK Question in Bengali | রেলওয়ে গ্ৰুপ-ডি জিকে প্রশ্ন
Railway Gk Questions in Bengali With Answers I রেলওয়ের জিকে প্রশ্ন ও উত্তর