Railway Gk Questions in Bengali With Answers I রেলওয়ের জিকে প্রশ্ন ও উত্তর

যে সকল পরীক্ষার্থীরা railway exam র জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে gk question গুলো একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ railway র প্রত্যেকটি exam এ জিকে প্রশ্ন এসে থাকে। তার জন্য প্রত্যেক পরীক্ষার্থীর উচিত জিকে প্রশ্ন গুলোকে ভালো করে পড়া ।

তাই সকল রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য gkjobsot র পক্ষ থেকে railway gk questions in bengali with answers গুলো প্রকাশিত করা হলো। আশাকরি এই সকল gk questions গুলো তোমাদের upcoming rrb group d exam 2025 এবং তাছাড়াও অন্যান্য রেলওয়ের পরীক্ষা গুলোতে কাজে লাগবে। তাই আর দেরি না করে জিকে প্রশ্ন গুলোকে দেখে নাও I

Railway Gk Questions in Bengali With Answers:

1. ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস ?

A. গুজরাট B. পুনে C. মুম্বাই D. নিউ দিল্লি

2. উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত ?

A. পশ্চিমবঙ্গ B. জম্বু ও কাশ্মীর C. গুজরাট D. ওড়িশা

3. নিউট্রন কে আবিষ্কার করে ?

A. নিলস বোর B. ই. গোল্ডস্টেইন C. জে. স্যাডউইক D. জে জে থমসন

4. চিংড়ির রেচন অঙ্গের নাম কি ?

A. সবুজ গ্রন্থি B. মালাপিজিয়ান C. লাল গ্রন্থি D. কোনটিই নয়

5. নিচের কোন মাধ্যমের প্রতিসরণ সূচক সব চেয়ে কম ?

A. হীরা B. তেল C. পেট্রল D. বায়ু

6. কোন ফসল “স্বর্ণ তন্তু (গোল্ডেন ফাইবার)” নামে পরিচিত ?

A. পাট B. কার্পাস C. প্রাকৃতিক রেশম D. শণ

7. যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?

A. শরাবতী নদী B. নর্মদা নদী C. তাপ্তি নদী D. মহানদী

8. ভারতীয় গবেষণা কেন্দ্ৰ ‘মৈত্রী’ কোথায় অবস্থিত ?

A. এশিয়া B. অ্যান্টার্কটিকা C. ইউরোপ D. অস্ট্রেলিয়া

9. উত্তর ভারতে কোন ধরণের মাটি প্রচুর পরিমাণে পাওয়া যায় ?

A. লাল মাটি B. ল্যাটেরাইট মাটি C. পলি মাটি D. কালো মাটি

10. নিম্নলিখিতের মধ্যে কে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন ?

A. দশরথ B. বিন্দুসার C. দ্বিতীয় চন্দ্রগুপ্ত D. অশোক

11. নিম্নলিখিত কোনটি জায়েদ ফসল ?

A. গম B. ফুটি C. মটর D. ধান

12. গোটিপুয়া নৃত্য ভারতের কোন প্রদেশ থেকে উদ্ভূত ?

A. কেরালা B. ওড়িশা C. অন্ধ্রপ্রদেশ D. মহারাষ্ট্র

13. জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউট হরিয়ানার কোন জেলায় অবস্থিত ?

A. কর্নাল B. কৈথাল C.কুরুক্ষেত্র D. জিন্দ

14. ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সবচেয়ে বেশি ?

A. তামিলনাডু B. উত্তরপ্রদেশ C. মহারাষ্ট্র D. পশ্চিমবঙ্গ

15. নীচের কোনটি সবচেয়ে নমনীয় ধাতু ?

A. Au B. Ag C. C D. Ph

16. উত্তল লেন্স তৈরি করতে নীচের কোন উপাদান ব্যবহার করা যায় না ?

A. নীলা B. জল C. অ্যালুমিনিয়াম D. কাচ

17. অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে ?

A. আলোর বিক্ষেপণ B. অভ্যন্তরীণ পূর্ণ শোষণ C. আলোক আবর্তন D. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

18. স্পঞ্জ কী ?

A. ছত্রাক B. জীবদেহ C. জীবাশ্ম D. উদ্ভিদ

19. নীচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিশেছে ?

A. তাপ্তি B. কৃষ্ণা C. শতদ্রু D. নর্মদা

20. কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় ?

A. অতিবেগুনি B. অবলোহিত C. রেডিও D. শব্দ

Railway Gk Questions Answers:

1. D2. B3. C4. A5. D
6. A7. A8. B9. C10. B
11. B12. B13. B14. C15. B
16. C17. D18. B19. B20. D

Is ItI Required for Railway Job ?

না, এখন পর্যন্ত কোন রেলওয়ের চাকরির জন্য iti পাশ দরকার পড়ছে না ।

What Is the Height for Girls in Railway ?

সাম্প্রতিক তথ্য অনুসারে, ভারতীয় রেলে মহিলা প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা প্রয়োজন হলো157 সেন্টিমিটার।

More Resources:

Reasoning Questions in Bengali for Railway Group D Exam I রেলওয়ে গ্রুপ ডি রিজনিং প্রশ্ন

Railway Group D GK Question in Bengali | রেলওয়ে গ্ৰুপ-ডি জিকে প্রশ্ন

Leave a Comment