যে সকল পরীক্ষার্থীরা বিভিন্ন ধরনের competitive exam – এর preparation নিচ্ছো ( SCC CHSL,CGL, MTS, GD Constable, RRB Group D, NTPC, WBP, KP, Bank ইত্যাদি ) অথবা নিতে চলেছ, তাদের জন্য জিকে কোশ্চেনের ভূমিকা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ।
রেগুলার প্র্যাকটিসের দ্বারা তোমরা খুব সহজেই তোমাদের পরীক্ষাগুলোতে সাফল্য পেতে পারবে। তাই gk job spot – এর পক্ষ থেকে Competitive exam gk questions and answers in bengali তে প্রকাশ করা হয়েছে ।
এই সমস্ত gk question গুলি নিয়মিত চর্চা করলে তোমাদের আসন্ন কম্পিটিটিভ এক্সামে খুব উপকার হবে এবং তোমাদের আত্মবিশ্বাস তৈরি হবে ।
তাই তোমরা আর বেশি সময় নষ্ট না করে আজ থেকেই এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার gk question গুলো নিয়মিত চর্চা করা শুরু করে দাও এবং তোমাদের লক্ষ্যে পৌঁছাও ।
Competitive Exam GK Questions and Answers in Bengali
1. কত সালে পরিবেশ সুরক্ষা আইন পাশ হয়েছিল ?
A. 1986 B. 1995 C. 1999 D. 1944
2. নিচের মধ্যে কাকে ‘ইতিহাসের জনক’ বলা হয় ?
A. হ্যামিল্টন B. হেরোডোটাস C. গ্যালিলিও D. কোনটিই নয়
3. ফিফার সদর দফতর কোথায় অবস্থিত ?
A. ফ্রান্স B. বার্লিন C. জুরিখ D. ভিয়েনা
4. ‘রোহিঙ্গারা’ কোথাকার অধিবাসী ?
A. মায়ানমার B. ফিলিপিন্স C. ভুটান D. তিব্বত
5. নীচের কোন যন্ত্রটি বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় ?
A. হাইড্রোমিটার B. হাইগ্রোমিটার C. প্যাকনোমিটার D. হাইপসোমিটার
6. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল ?
A. আরাবল্লী B. হিমালয় C. নীলগিরি D. বিন্ধ্য
7. টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি নিবন্ধনকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান ছিলেন ?
A. রোহিত শর্মা B. শিখর ধাওয়ান C. বীরেন্দ্র শেবাগ D. সুরেশ রায়না
8. Facebook এর বর্তমান করপোরেট নাম কী ?
A. Meta t B. Alpha C. Beta D. Facebook
9. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
A. মহারাষ্ট্র B. নয়াদিল্লী C. কলকাতা D. চেন্নাই
10. বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি ?
A. মেক্সিকো উপসাগর B. ক্যাম্বে উপসাগর C. পারস্য উপসাগর D. কোনটিই নয়
11. বিশ্বখ্যাত গ্রেট বেরিয়ার রিফ কোথায় ?
A. অস্ট্রেলিয়া B. পেরু C. বাহরাইন D. কানাডা
12. কাগজের আবিষ্কার কোথায় হয়েছিল ?
A. মিশর B. গ্রীস C. চীন D. ভারত
13. ভারতে বন সংরক্ষণ আইন কবে কার্যকর হয় ?
A. 1970 B. 1900 C. 1980 D. 1975
14. নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদক ?
A. নিখিল ব্যানার্জি B. সাজ্জাদ হোসেন C. ওস্তাদ বিন্দা খান D. শিব কুমার শর্মা
15. নিম্নলিখিতদের মধ্যে কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ?
A. সারদা দেবী B. স্বামী বিবেকানন্দ C. দেবেন্দ্রনাথ ঠাকুর D. রবীন্দ্রনাথ ঠাকুর
16. কোন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকরী হয় ?
A. 1956 B. 1955 C. 1959 D. 1958
17. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় ?
A. 3 রা জানুয়ারী B. 22 শে সেপ্টেম্বর C. 22 শে ডিসেম্বর D. 21 শে জুন
18. গারাদি কোথাকার একটি জনপ্রিয় লোকনৃত্য ?
A. আসাম B. পুদুচেরি C. রাজস্থান D. নাগাল্যাণ্ড
19. চাঁদের উপর প্রথম পা রাখা ব্যক্তি কে ছিলেন ?
A. নীল আর্মস্ট্রং B. রাকেশ শর্মা C. অ্যালান বিন D. কোনটিই নয়
20. ‘দানসাগর’ ধর্মগ্রন্থের রচয়িতা কে ?
A. বল্লাল সেন B. লক্ষণ সেন C. শ্রীধর ভট্ট D. জয়দেব
All Competitive Exam GK Questions and Answers in Bengali
1. A | 2. B | 3. C |
4. A | 5. B | 6. A |
7. C | 8. A | 9. B |
10. A | 11. A | 12. C |
13. A | 14. D | 15. B |
16. B | 17. A | 18. B |
19. A | 20. A |
Also Read:
Railway Group D Gk Mock Test in Bengali I রেলওয়ে গ্রুপ ডি জিকে মক টেস্ট
SSC MTS GK Questions in Bengali | এসএসসি এমটিএস জিকে প্রশ্ন
WBP GK Mock Test in Bengali with Answer | ওয়েস্ট বেঙ্গল পুলিশ জিকে মক টেস্ট বাংলায় উত্তর সহ
আমার নাম তমাল, আমি বিগত তিন বছর ধরে সাধারণ জ্ঞান ও চাকরির প্রস্তুতি বিষয়ক ক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি। সহজ ভাষায় সাধারণ জ্ঞান ও সঠিক চাকরি সংক্রান্ত তথ্য উপস্থাপনা করাটাই আমার মূল লক্ষ্য। আশা করি আমার কাজের অভিজ্ঞতা ও নিষ্ঠা এর আরো সমৃদ্ধ করে তুলবে GK Job Spot-এর প্ল্যাটফর্মকে। আমার বিশ্বাস সঠিক জ্ঞানই হল সাফল্যের আসল চাবিকাঠি ।