SSC GD Gk Questions in Bengali | এস এস সি জিডি জিকে প্রশ্ন

কিছুদিন আগেই SSC – র তরফ থেকে calender প্রকাশিত করা হয়েছে। প্রকাশিত SSC – র এই ক্যালেন্ডারে আসন্ন সকল SSC – র পরীক্ষার কথা বলা হয়েছে। আসন্ন SSC GD Exam এর নোটিফিকেশন কয়েক মাস পরেই আসতে চলেছে।

তাই প্রস্তুতিটা এখন থেকে নেওয়াটা ভীষন ভাবে জরুরি এস এস সি জিডি পরীক্ষার্থীদের জন্য। বিগত SSC gd পরীক্ষা গুলোতে আমরা লক্ষ্য করে দেখেছি যে, জিকে প্রশ্ন গুলোর ভূমিকাটি অনেক বেশি গুরুত্বপুর্ণ হয়ে দাঁড়িয়েছে।

সেই জন্য SSC GD পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে gk job spot এর পক্ষথেকে SSC GD GK Questions In Bengali প্রকাশিত করা হলো। আশাকরি এই জিকে প্রশ্ন গুলো তোমাদের পরীক্ষাতে অনেক কাজে লাগবে। অতএব বেশি সময় নষ্ট না করে এখনি এই জিকে প্রশ্ন গুলোকে করা শুরু করে দাও।

SSC GD Gk Questions in Bengali

1. মানবদেহের সবচেয়ে বৃহত্তম পেশী কোনটি ?

A. গ্লুটেস ম্যাক্সিমাস B. সার্টোরিয়াস C. ইলিওপসোয়াস D. ল্যাটিসিমাস ডরসি

2. অ্যামিবার গমন অঙ্গ কোনটি ?

A. সিলিয়া B. সিউডোপোডিয়া C. প্যারাপোডিয়া D. ফ্ল্যাজেলা

3. ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে নারীদের সাক্ষরতার হার ন্যূনতম ?

A. ঝাড়খণ্ড B. জম্মু ও কাশ্মীর C. বিহার D. অরুণাচল

4. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি ?

A. তটিপাকা B. জামনগর C. ডিগবোই D. পারাদ্বীপ

5. নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি একটি অন্তর্বাহিনী নদী ?

A. নর্মদা B. লুনি C. কাবেরী D. তাপ্তী

6. বায়ুচাপ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী ?

A. সিসমোগ্রাফ B. থার্মোমিটার C. হাইগ্রোমিটার D. ব্যারোমিটার

7. আদিনা মসজিদ নির্মাণ করেন কে ?

A.সিকান্দার শাহ্ B. জালাল উদ্দিন C. নুসরাত শাহ্ D. বরবক শাহ্

8. উত্তর ভারতে কোন ধরণের মাটি প্রচুর পরিমাণে পাওয়া যায় ?

A. লাল মাটি B. ল্যাটেরাইট মাটি C. পলি মাটি D. কালো মাটি

9. নিম্নলিখিতের মধ্যে কে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন ?

A. দশরথ B. বিন্দুসার C. দ্বিতীয় চন্দ্রগুপ্ত D. অশোক

10. ভারতীয় গবেষণা কেন্দ্ৰ ‘মৈত্রী’ কোথায় অবস্থিত ?

A. এশিয়া B. অ্যান্টার্কটিকা C. ইউরোপ D. অস্ট্রেলিয়া

11. কোন নদী থেকে বিকানীর খালটি অপসৃত করা হয়েছিল ?

A. বনাস B. শতদ্রু C. যমুনা D. চম্বল

12. চৌরি চৌরার ঘটনা কত সালে ঘটেছিল ?

A. 1922 B. 1930 C. 1918 D. 1950

13. কত সালে মানব পাচার আইন পাস হয় ?

A. 2011 B. 1995 C. 2009 D. 2010

14. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?

A. নারকনডাম দ্বীপ B. বারাটাং দ্বীপ C. ব্যারেন দ্বীপ D. কোনটিই নয়

15. ‘মেঘদূত’ বিখ্যাত গ্রন্থের রচয়িতা কে ?

A. বাৎস্যায়ন B. কালিদাস C. শূদ্রক D. ভাস

16. ভারতের মোট প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত ?

A. 10 B. 4 C. 12 D. 9

17. হরপ্পা সভ্যতার নিম্নলিখিত কোন যুগের অন্তৰ্গত ?

A. লৌহ যুগ B. ব্রোঞ্জ যুগ C. নব্যপ্রস্তর যুগ D. পুরাতন প্রস্তর যুগ

18. চিল্কা হ্রদ হল একটি ?

A. বর্ষাকালের বিশুদ্ধ জলের হ্রদ B. বিশুদ্ধ জলের হ্রদ C. লবণাক্ত জলের হ্রদ D. কোনটিই নয়

19. মানবদেহের সবচেয়ে বৃহত্তম পেশী কোনটি ?

A. গ্লুটেস ম্যাক্সিমাস B. সার্টোরিয়াস C. ইলিওপসোয়াস D. ল্যাটিসিমাস ডরসি

20. জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন ?

A. অজিতনাথ B. পার্শ্বনাথ C. মহাবীর D. কোনটিই নয়

SSC GD Gk Questions in Bengali Answers:

1. A2. B3. C4. B5. B
6. D7. A8. C9. B10. B
11. B12. A13. A14. C15. B
16. D17. B18. C19. A20. C

Read More:

Railway Group D Gk Mock Test in Bengali I রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট

Railway Gk Questions in Bengali With Answers I রেলওয়ের জিকে প্রশ্ন ও উত্তর

Reasoning Questions in Bengali for Railway Group D Exam I রেলওয়ে গ্রুপ ডি রিজনিং প্রশ্ন

SSC GD 2026 Exam Date Expected

স্টাফ সিলেকশন কমিশন (ssc) ঘোষণা করেছে যে এসএসসি জিডি কনস্টেবল 2026 পরীক্ষা মার্চ-এপ্রিল 2026 এ অনুষ্ঠিত হবে।

SSC GD 2026 Vacancy Last Date

SSC GD 2026 পরীক্ষার জন্য আবেদন করার শেষ তারিখ হল 15 ডিসেম্বর, 2025৷ SSC GD 2026 পরীক্ষার জন্য আবেদনপত্র এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি 11 নভেম্বর, 2025 এ প্রকাশিত হবে৷

What Is the SSC GD Salary ?

একজন এসএসসি জিডি কনস্টেবলের বেতন প্রতি মাসে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত হয়ে থাকে।

Leave a Comment