সকল পরীক্ষার্থীদের জন্য railway recruitment board-এর পক্ষ থেকে খুশির খবর । চলতি বছর a railway group d-এর তরফ থেকে 32,438 পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। বিগত পরীক্ষা গুলোতে এখন জিকে প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরীক্ষাতে gk question র গুরুত্বটা অনেক টাই, বিশেষ করে রেলওয়ের মতন পরীক্ষাতে । সেই কথা মাথায় রেখে gkjobsot – র পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য Railway Group D GK Question in Bengali তে প্রকাশ করা হলো।
এই সকল জিকে প্রশ্ন গুলো railway group d 2025 পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। সুতরাং আর বেশি দেরি না করে জিকে প্রশ্ন গুলোকে দেখে নেও l
Railway Group D GK Question in Bengali
1. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ?
A. 1526 B. 1556 C. 1552 D. 1761
2. বোম্বে তে আর্য সমাজ কোন সালে প্রতিষ্ঠা হয় ?
A. 1876 B. 1870 C. 1880 D. 1875
3. অল ইন্ডিয়া হরিজন সংঘ কোন সালে প্রতিষ্ঠা হয় ?
A. 1933 B. 1931 C. 1932 D. 1934
4. হিরোশিমাতে কোন তারিখ পারমানবিক বোমার আঘাত আনা হয় ?
A. আগস্ট 8, 1942 B. আগস্ট 9, 1945 C. আগস্ট 6, 1944 D. আগস্ট 6, 1945
5. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায় ?
A. ওড়িশা B. অরুণাচল প্ৰদেশ C. পশ্চিমবঙ্গ D. মেঘালয়
6. সৌর বিকিরণ পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
A. স্পিডোমিটার B. পাইরোমিটার C. ব্যারোমিটার D. এনার্জিমিটার
7. মানব শরীরে অটোজোমের সংখ্যা কত ?
A. 22 B. 25 C. 32 D. 45
8. ভারতে জিএসটি কবে চালু হয় ?
A. 11 মার্চ 2018 B. 3 মার্চ 2015 C. 1 জুলাই 2017 D. 1 জুলাই 2013
9. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A. লন্ডন B. ওয়াশিংটন ডিসি C. নিউ ইয়র্ক D. প্যারিস
10. DNA-এর পূর্ণরূপ কী ?
A. Dextrose Ribose Acid B. Double Ribose Acid C. Deoxy Ribosome Acid D. Deoxyribonucleic Acid
11. নিম্নের কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই ?
A. মায়ানমার B. আফগানিস্থান C. চীন D. কোনটিই নয়
12. কম্পিউটারের জনক কাকে বলা হয় ?
A. বিল গেটস B. অ্যালান টুরিং C. চার্লস ব্যাবেজ D. স্টিভ জবস
13. ISRO-র সদর দফতর কোথায় অবস্থিত ?
A. চেন্নাই B. দিল্লি C. কলকাতা D. ব্যাঙ্গালোর
14. ‘সোনার তরী’ কার লেখা কাব্যগ্রন্থ ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর B. কাজী নজরুল ইসলাম C. জীবনানন্দ দাশ D. সুকান্ত ভট্টাচার্য
15. প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ?
A. অ্যাপোলো 11 B. লুনা 2 C. স্পুটনিক 1 D. ভয়েজার 1
16. সবচেয়ে শক্তিশালী এসিড কোনটি ?
A. হাইড্রোক্লোরিক অ্যাসিড B. নাইট্রিক অ্যাসিড C. সালফিউরিক অ্যাসিড D. ফ্লোরোঅ্যান্টিমোনিক অ্যাসিড
17. কম্পিউটারে ব্যবহৃত প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ?
A. কেবল B. ফোর্ট্রান C. সি D. পাস্কাল
18. পচা ডিমের গন্ধ কোন গ্যাসের ?
A. হাইড্রোজেন সালফাইড B. কার্বন মনোক্সাইড C. মিথেন D. সালফার
19. 15th Finance Commission এর Chairman কে ?
A. N. K. Singh B. Dr. Ashok Lahiri C. Ajay Narayan Jha D. Prof. (Dr.) Anoop Singh
20. DPSP এর কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে ?
A. Article 40 B. Article 140 C. Article 307 D. Article 526
21. ময়ূর দ্বীপ মন্দির কী নামেও পরিচিত ?
A. তিরুপতি মন্দির B. উমানন্দ মন্দির C. জগন্নাথ মন্দির D. কৈলাশনাথ মন্দির
22. ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে হিমালয়ের কোন শৃঙ্গ থেকে ?
A. কৈলাস B. ববাইল C. কাঞ্চনজঙ্ঘা D. মানস
23. নিম্নলিখিতের মধ্যে কে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন ?
A. দশরথ B. বিন্দুসার C. দ্বিতীয় চন্দ্রগুপ্ত D. অশোক
24. আলোকবর্ষ কিসের একক ?
A. দূরত্ব B. বেগ C. ত্বরণ D. সময়
25. কোন শাসক অমৃতঘাত উপাধি নেয় ?
A. বিম্বিসার B. বিন্দুসার C. অশোক D. কোনটিই নয়
26. ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে ?
A. ম্যাগনেসিয়াম B. অ্যালুমিনিয়াম C. দস্তা D. লোহা
27. আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
A. আর্গন B. কার্বন – ডাই – অক্সাইড C. নাইট্রোজেন D. অক্সিজেন
28. ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত সালে ?
A. 1975 B. 1990 C. 1986 D. 1952
29. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ?
A. 74.04% B. 76.26% C. 82. 67% D. 71.16%
30. পঞ্চায়েত নির্বাচনে ন্যূনতম বয়স কত হতে হয় ?
A. 23 বছর B. 18 বছর C. 21 বছর D. 23 বছর
31. নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
A. কর্ণাটক B. কেরালা C. অন্ধ্র প্রদেশ D. তামিলনাড়ু
32. বংশগতির জনক কে ?
A. মরগান B. মেন্ডেল C. কাসল D. পুনেট
33. বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো ?
A. অক্সিজেন B. জলীয় বাষ্প C. আর্গন D. নাইট্রোজেন
34. নীচের কোনটি প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর ছিল ?
A. তাম্রলিপ্ত B. আহিছ C. শ্রাবস্তী D. চম্পা
35. কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ?
A. 263 খ্রীষ্টপূর্বাব্দ B. 232 খ্রীষ্টপূর্বাব্দ C. 240 খ্রীষ্টপূর্বাব্দ D. 261 খ্রীষ্টপূর্বাব্দ
36. কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
A. অন্ধ্রপ্রদেশ B. ওড়িশা C. তামিলনাড়ু D. মণিপুর
37. শের শাহ সুরির সমাধি কোথায় অবস্থিত ?
A. দিল্লী B. সাসারাম C. চৌসা D. রোহতাসগড়
38. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ?
A. শাঁস B. মালদ্বীপফিনল্যান্ড D. গ্রীনল্যান্ড
39. ব্যারোমিটার-এর আবিষ্কর্তা কে ?
A. টরিসলি B. কোনটিই নয় C. প্রিস্টলে D. গ্রাহাম বেল
40. “জাতক” মূলত কী ভাষায় লেখা হয়েছে ?
A. পালি B. প্ৰাকৃত C. ব্ৰাহ্মী D. সংস্কৃত
41. হৃৎপিন্ড থেকে নিগৃত নালিকে কি বলে ?
A. কোষিকা B. ধমনী C. শিরা D. লসিকা নালি
42. বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় ?
A. ট্রপোস্ফিয়ার B. স্ট্রাটোস্ফিয়ার C.আয়নোস্ফিয়ার D. এক্সোস্ফিয়ার
43. কোন শহর কে দাক্ষিণাত্যের কাশি বলা হয় ?
A. মাদুরাই B. বিশাখাপত্তনম C. কোচি D. চেন্নাই
44. কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীগুলি হল উষ্ণ রক্তযুক্ত প্রাণী ?
A. উভচর (অ্যাম্ফিবিয়া) B. সরীসৃপ (রেপ্টিলিয়া) C. পক্ষী (এভিস) D. মৎস্য (পিসেস)
45. আয়োডিনের অভাবে নীচের কোন রোগ হয় ?
A. গলগন্ড B. হাইপোক্যালেমিয়া C. অ্যানিমিয়া D. রাতের অন্ধত্ব
46. পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি ?
A. দক্ষিণ দিনাজপুর B. কোনটিই নয় C. পুরুলিয়া D. মালদা
47. চৌম্বকীয় মেরুতে, বিনতি কোণ (angle of dip) এর মান কত ?
A. 0° B. 45° C.90° D. 30°
48. শিবসমুদ্রম’ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?
A. কাবেরী B. শরাবতী C. গোদাবরী D. পেরিয়ার
49. নিম্নলিখিতগুলির মধ্যে গাছের কোন অংশ থেকে লবঙ্গ পাওয়া যায় ?
A. শুকনো বীজ B. শুকনো পাতা C. শুকনো ফুলের কুঁড়ি D. শুকনো কান্ড
50. ওজোন স্তরের ক্ষতির জন্য প্রধানত দায়ী কোন গ্যাস ?
A. ক্লোরোফ্লোরো কার্বন B. কার্বন ডাই অক্সাইড C. অক্সিজেন D. কোনোটিই নয়
All Railway Group D GK Question in Bengali answers:
1. B | 2. D | 3. B | 4. D | 5. B | 6. B | 7. A | 8. C | 9. C |
10. D | 11. D | 12. C | 13. D | 14. A | 15. C | 16. D | 17. B | 18. A |
19. A | 20. A | 21. B | 22. A | 23. B | 24. A | 25. B | 26. A | 27. B |
28. C | 29. B | 30. B | 31. C | 32. B | 33. C | 34. A | 35. D | 36. A |
37. B | 38. D | 39. A | 40. A | 41. B | 42. C | 43. A | 44. C | 45. A |
46. D | 47. C | 48. A | 49. C | 50. A |
RRB Group D Last Date to Apply 2025?
RRB গ্রুপ ডি 2025 পরীক্ষার জন্য আবেদন করার শেষ তারিখ ছিল 22 ফেব্রুয়ারি, 2025৷ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল 23 জানুয়ারী, 2025 – এ ৷
RRB Group D Exam Date 2025 Expected?
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) 2025 সালের গ্রুপ ডি পরীক্ষার কোন তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে পরীক্ষা মার্চ বা এপ্রিল 2025 এ হবে বলে মনে করা হচ্ছে ।
Is ITI Compulsory for Railway Group D 2025?
না, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ ডি 2025 পরীক্ষার জন্য ITI বাধ্যতামূলক নয়।
What Is the RRB Group D Photo Size in Kb?
RRB গ্রুপ ডি আবেদনপত্রের জন্য ছবির আকার 50-100 KB এর মধ্যে হওয়া উচিত। ছবিটি অবশ্যই JPEG ফরম্যাটে হতে হবে।